তোমার নামের তাসবিহ খোদা লিরিক্স । Tomar Namer Tasbi Kodha Lyrics

তোমার নামের তাসবিহ খোদা

তোমার নামের তাসবিহ খোদা

Singer আব্বাসউদ্দিন আহমদ
Tune দেলওয়ার হোসেন (চিত্ত রায়)
Song Writer আজিজুর রহমান

তোমার নামের তাসবিহ খোদা
লুকিয়ে যেন রাখি
সংগোপনে মনে মনে
তোমায় যেন ডাকি ॥

মস্তানা যে নেশার ঝোঁকে
নীরব উদাস দুঃখে শোকে
আমি যেন সবার চোখে
পাপী হয়ে থাকি ॥

সবাই আমায় করুক ঘৃণা
চাই না ফুলের মালা
তোমার নামের আবে হায়াত
মিটাক প্রাণের জ¦ালা।

মাটির খেলা সাঙ্গ হলে
তখন যেন যায় গো চলে
আল্লাহু আল্লাহু বলে
আমার পরান-পাখি ॥

[Similar]

Leave a Comment