তোমার নামের তাসবিহ খোদা
Singer | আব্বাসউদ্দিন আহমদ |
Tune | দেলওয়ার হোসেন (চিত্ত রায়) |
Song Writer | আজিজুর রহমান |
তোমার নামের তাসবিহ খোদা
লুকিয়ে যেন রাখি
সংগোপনে মনে মনে
তোমায় যেন ডাকি ॥
মস্তানা যে নেশার ঝোঁকে
নীরব উদাস দুঃখে শোকে
আমি যেন সবার চোখে
পাপী হয়ে থাকি ॥
সবাই আমায় করুক ঘৃণা
চাই না ফুলের মালা
তোমার নামের আবে হায়াত
মিটাক প্রাণের জ¦ালা।
মাটির খেলা সাঙ্গ হলে
তখন যেন যায় গো চলে
আল্লাহু আল্লাহু বলে
আমার পরান-পাখি ॥
[Similar]