তোমার দয়া আছে খোদা লিরিক্স । Tomar Doya Ache Khoda Lyrics

তোমার দয়া আছে খোদা

তোমার দয়া আছে খোদা

Singer আবদুল লতিফ
Tune আবদুল লতিফ
Song Writer ফররুখ আহমদ

তোমার দয়া আছে খোদা
জানি সকল দিকে
মাগরিবে মাশরিকে
তোমার দয়া দাও ছড়িয়ে
মাগরিবে মাশরিকে ॥

স্রষ্টা তুমি সৃষ্টি করো
মহান, কৃপা দৃষ্টি করো
দাও সাজিয়ে আলোর ফুলে
আকাশ পৃথিবীকে ॥

মহিমা আর শক্তি তব
কেউ জানে না কত
তোমার দয়ার প্রকাশ দেখি
আমরা অবিরত।

প্রভু তুমি লালন করো
স্নেহের নীড়ে পালন করো
ফুল, পাখি আর পতঙ্গ, কীট
সকল প্রাণীকে ॥

[Similar]

Leave a Comment