তোমার দয়ায় জাহান সারা লিরিক্স । Tomar Doyay Jahan Shara Lyrics

তোমার দয়ায় জাহান সারা

তোমার দয়ায় জাহান সারা

Singer আল ফজর
Tune শেখ লুৎফর রহমান
Song Writer ফররুখ আহমদ

তোমার দয়ায় জাহান সারা
আলোক পেল চাঁদ সিতারা
জাগলো নদী, ঝরনাধারা,
ইয়া রাহমানু, ইয়া রাহিমু ॥

জীবন জাগে তোমার দয়ায়
জীবন বাঁচে তোমার মায়ায়,
সবুজ ঘাসে, লতায় পাতায়
ফুল হেসে চায় পলকহারা
ইয়া রাহমানু, ইয়া রাহিমু ॥

ফুলে মধু ভরাও তুমি
বিপদ থেকে তরাও তুমি
সকল বাধা সরাও তুমি,
মিটাও আঁধার পাষাণ কারা
ইয়া রাহমানু, ইয়া রাহিমু ॥

তোমার দয়া আকাশ নীলে
তোমার দয়া এই নিখিলে
বুদ্ধি বিবেক তুমি দিলে
রাসুল দিলে প্রাণ পিয়ারা
ইয়া রাহমানু, ইয়া রাহিমু ॥

[Similar]

Leave a Comment