তোমার দয়ায় জাহান সারা
Singer | আল ফজর |
Tune | শেখ লুৎফর রহমান |
Song Writer | ফররুখ আহমদ |
তোমার দয়ায় জাহান সারা
আলোক পেল চাঁদ সিতারা
জাগলো নদী, ঝরনাধারা,
ইয়া রাহমানু, ইয়া রাহিমু ॥
জীবন জাগে তোমার দয়ায়
জীবন বাঁচে তোমার মায়ায়,
সবুজ ঘাসে, লতায় পাতায়
ফুল হেসে চায় পলকহারা
ইয়া রাহমানু, ইয়া রাহিমু ॥
ফুলে মধু ভরাও তুমি
বিপদ থেকে তরাও তুমি
সকল বাধা সরাও তুমি,
মিটাও আঁধার পাষাণ কারা
ইয়া রাহমানু, ইয়া রাহিমু ॥
তোমার দয়া আকাশ নীলে
তোমার দয়া এই নিখিলে
বুদ্ধি বিবেক তুমি দিলে
রাসুল দিলে প্রাণ পিয়ারা
ইয়া রাহমানু, ইয়া রাহিমু ॥
[Similar]