তেল গেলে ফুরাইয়া
Singer | সৈয়দ আব্দুল হাদী |
Tune | আলম খান |
Song Writer | মনিরুজ্জামান মনির |
তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া
কি হবে আর কান্দিয়া
ও হো হো হো …হো .হো
কেহ আগে কেহ পরে
যেতে যে হবে।
জমি জমা বাড়ি গাড়ি কিছুনা রবে।
আমি অধম কি করিব
সময় হলে চলে যাবো।
মাটির দেহ মাটির মাঝে যাবে মিশিয়া।
তেল গেলে-ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া
কি হবে আর কান্দিয়া।
ও হো হো হো …হো .হো
রঙ্গ রসে থাকি মেতে দুনিয়া মাঝে
বহুরূপী সাজি আমি কতনা সাজে।
পরপারে কি বলিব ভবের কামায় কি দেখাবো
নকল হাটে আসল সোনা গেলাম বেচিয়া।
তেল গেলে-ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া
কি হবে আর কান্দিয়া।