তেল গেলে ফুরাইয়া লিরিক্স | Tel Gele Furaiya Lyrics

 

তেল গেলে ফুরাইয়া

তেল গেলে ফুরাইয়া

Singer সৈয়দ আব্দুল হাদী
Tune আলম খান
Song Writer মনিরুজ্জামান মনির

তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া
কি হবে আর কান্দিয়া

ও হো হো হো …হো .হো

কেহ আগে কেহ পরে
যেতে যে হবে।
জমি জমা বাড়ি গাড়ি কিছুনা রবে।
আমি অধম কি করিব
সময় হলে চলে যাবো।
মাটির দেহ মাটির মাঝে যাবে মিশিয়া।

তেল গেলে-ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া
কি হবে আর কান্দিয়া।

ও হো হো হো …হো .হো

রঙ্গ রসে থাকি মেতে দুনিয়া মাঝে
বহুরূপী সাজি আমি কতনা সাজে।
পরপারে কি বলিব ভবের কামায় কি দেখাবো
নকল হাটে আসল সোনা গেলাম বেচিয়া।

তেল গেলে-ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া
কি হবে আর কান্দিয়া।

Leave a Comment