তুমি শুনেছো কি জানি না
Singer | ডা. মো. সিরাজ উদ্দিন |
Tune | ডা. মো. সিরাজ উদ্দিন |
Song Writer | ডা. মো. সিরাজ উদ্দিন |
তুমি শুনেছো কি জানি না
বুঝিতে পারি না
আমার বুক ফেটে ভেঙে যায় মা…
অভিমান করে গেলে মা
কাঁদায়ে রেখে গেলে
চোখের পানিটুকু মুছে গেলে না
মা… গো…॥
কত বন্ধু আমার বাড়ি চলে যায়
লেখাপড়ার মাঝে মাঝে
মায়ের চিঠি পায় মাগো
তুমি শুনেছো কি…
মায়ের তৃষ্ণা আমার বুক জুড়ে মা
কত মা দেখেছি আমি
কেউ তো কাছে ডাকে না
মা… গো…
তুমি শূন্য বাড়ি আমার মরু হাহাকার
কেউ নেই চারিদিকে মা বলে ডাকার
তোমার শূন্যতাকে হৃদয়ে পোষণ করে
বেঁচে আছি এই আমি হয়ে একাকার
তুমি শুনেছো কি জানি না…
জীবনে কত দুঃখ মা
একা একা বয়ে গেলাম
সান্ত্বনা কেউ তো দিল না
মা…গো…
[Similar]