তুমি রহমান তুমি মেহেরবান লিরিক্স । Tumi Rohoman Tumi Meherban Lyrics

তুমি রহমান তুমি মেহেরবান

তুমি রহমান তুমি মেহেরবান

Singer সাইফুল্লাহ মানছুর
Tune তাফাজ্জল হোসাইন খান
Song Writer তাফাজ্জল হোসাইন খান

তুমি রহমান তুমি মেহেরবান
অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান
বুঝেও বোঝে না তব শান ॥

জনম জনম যদি গাহি
তোমারই মহিমা গাওয়া শেষ হবে নাহি
ভরেও ভরে না যেন সাহারা এ প্রাণ ॥

তোমারই করুণা ঘেরা সারা দুনিয়া
সে কথা ভাবে না শুধু বধির হিয়া।

অশেষ অসীম অনুপম
হৃদয় সুষমা তুমি তুমি প্রিয়তম
প্রেমের আকাশে তুমি চির মহীয়ান ॥

কখনো তোমারে যদি ভুলি
হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি
ঠাঁই দিও প্রিয়তম ওগো দয়াবান ॥

[Similar]

Leave a Comment