তুমি মাফ করে দাও প্রভু
Singer | সুমন আজিজ |
Tune | লিটন হাফিজ চৌধুরী |
Song Writer | লিটন হাফিজ চৌধুরী |
তুমি মাফ করে দাও প্রভু
আমার হৃদয় পাপে তাপে ভরা
ক্ষমা তুমি করো প্রভু ॥
করিনি সিজদা মাসজিদে গিয়ে
গাহিনি তোমার গুণগান
বইতে পারি না, আর এই বঞ্চনা
আঁধারে ডুবেছি শুধু ॥
পারিনি জাকাতের মূল্য দিতে আমি
করিনি সিয়াম সাধনা
বইতে পারি না, আর এই গঞ্জনা
ভুল ভেঙে দাও মোর প্রভু ॥
কাঁদিছে বেদনায় দুটি আঁখি যেন
কাঁদিছে বেদনায় প্রাণ
সইতে পারি না, আর এই যন্ত্রণা
ক্ষমা কি করবে না কভু ?