তুমি মাফ করে দাও প্রভু লিরিক্স । Tumi Maf Kore Dao Provu Lyrics

তুমি মাফ করে দাও প্রভু

তুমি মাফ করে দাও প্রভু

Singer সুমন আজিজ
Tune লিটন হাফিজ চৌধুরী
Song Writer লিটন হাফিজ চৌধুরী

তুমি মাফ করে দাও প্রভু
আমার হৃদয় পাপে তাপে ভরা
ক্ষমা তুমি করো প্রভু ॥

করিনি সিজদা মাসজিদে গিয়ে
গাহিনি তোমার গুণগান
বইতে পারি না, আর এই বঞ্চনা
আঁধারে ডুবেছি শুধু ॥

পারিনি জাকাতের মূল্য দিতে আমি
করিনি সিয়াম সাধনা
বইতে পারি না, আর এই গঞ্জনা
ভুল ভেঙে দাও মোর প্রভু ॥

কাঁদিছে বেদনায় দুটি আঁখি যেন
কাঁদিছে বেদনায় প্রাণ
সইতে পারি না, আর এই যন্ত্রণা
ক্ষমা কি করবে না কভু ?

Visit

Leave a Comment