তুমি ছাড়া এই পৃথিবী
Singer | সাইফুল্লাহ মানছুর |
Tune | আবুল কাশেম |
Song Writer | আবুল কাশেম |
তুমি ছাড়া এই পৃথিবী
অর্থহীন তুমি বিহীন
অর্থহীন সবই ॥
তুমিহীন পৃথিবী ভালোবাসা প্রেম
সবই তো একদিন ভেঙে যায়
ক্ষণিকের চাওয়া পাওয়া সোনালি স্বপন
সবই তো নিঃশেষ হয়ে যায়
তুমি বিহীন রঙিন এ দিন
অর্থহীন সবই ॥
তোমার প্রেমের সুধা পিয়েছে যে জন
পেয়েছে সে অমৃতের সন্ধান
ধন্য সে মন পুণ্য জীবন
কর প্রভু মোরে কর দান
এ মন প্রাণ গাহে সে গান
চায় রহম তোমারই ॥
Videos Source