তুমি ছাড়া এই পৃথিবী লিরিক্স । Tumi Chara Ei Prithibi Lyrics

তুমি ছাড়া এই পৃথিবী

তুমি ছাড়া এই পৃথিবী

Singer সাইফুল্লাহ মানছুর
Tune আবুল কাশেম
Song Writer আবুল কাশেম

তুমি ছাড়া এই পৃথিবী
অর্থহীন তুমি বিহীন
অর্থহীন সবই ॥

তুমিহীন পৃথিবী ভালোবাসা প্রেম
সবই তো একদিন ভেঙে যায়
ক্ষণিকের চাওয়া পাওয়া সোনালি স্বপন
সবই তো নিঃশেষ হয়ে যায়
তুমি বিহীন রঙিন এ দিন
অর্থহীন সবই ॥

তোমার প্রেমের সুধা পিয়েছে যে জন
পেয়েছে সে অমৃতের সন্ধান
ধন্য সে মন পুণ্য জীবন
কর প্রভু মোরে কর দান
এ মন প্রাণ গাহে সে গান
চায় রহম তোমারই ॥

Videos Source

Leave a Comment