তুমি কত সুন্দর কী করে বোঝাই লিরিক্স । Tumi Koto Sundor Lyrics

তুমি কত সুন্দর কী করে বোঝাই

তুমি কত সুন্দর কী করে বোঝাই

Singer মশিউর রহমান
Tune লিটন হাফিজ চৌধুরী
Song Writer জাকির আবু জাফর

তুমি কত সুন্দর কী করে বোঝাই
কোনো ভাষা পাই না খুঁজে
তোমার তুলনা তুমি নিজে ॥

বেকারার প্রজাপতি গোলাপের মুখে
কী করে দোলায় পাখা বুক ভরা সুখে
কোন সুখে এত সুখী বুঝে আসে না যে ॥

গভীর রজনী ভরা আকাশের তারা
কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা
তোমার প্রেমের ভার আর সহে না যে।

সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে
এত ভালোবাসাবাসি কেনো মনে জাগে
আবার বিরহ ঝরে আঁখি ভিজে ভিজে ॥

[Similar]

Leave a Comment