তুমি অনেক দিলে খোদা লিরিক্স | Tumi Anek Dile Khoda Lyrics

 

তুমি অনেক দিলে খোদা

তুমি অনেক দিলে খোদা

Singer Khalid Hossaain
Tune কাজী নজরুল ইসলাম
Song Writer কাজী নজরুল ইসলাম

তুমি অনেক দিলে খোদা
দিলে অশেষ নিয়ামত
আমি লোভী, তাই তো আমার
মেটে না হসরত ॥

কেবলই পাপ করি আমি
মাফ করিতে তাই, হে স্বামী,
দয়া করে শেষ নবির করিলে উম্মত
তুমি নানান ছলে করছ পূরণ
ক্ষতির খেসারত ॥

মায়ের বুকে স্তন্য দিলে,
পিতার বুকে স্নেহ;
মাঠে শস্য-ফসল দিলে;
আরাম লাগি’ গেহ।

ঈদের চাঁদের রং মশালে
‘রঙিন বেহেশত’ পথ দেখালে
আখেরেরই সহায় দিলে আখেরি হজরত
তুমি আজান দিলে না ভুলিতে
মসজিদেরই পথ ॥

কোরান দিলে পথ দেখাতে,
পাঁচ ওয়াক্ত নামাজ শেখাতে,
নামাজ দিয়ে দেখাইলে মসজিদেরই পথ
তুমি কিয়ামতের শেষে দিবে
বেহেশতী দৌলত ॥

Leave a Comment