তবু তোমার করুণা লিরিক্স । Tobu tomar koruna shara nishidin Lyrics

তবু তোমার করুণা

তবু তোমার করুণা

Singer ইমাম জাফর নোমানী
Tune ইমাম জাফর নোমানী
Song Writer আবু জাফর

তবু তোমার করুণা সারা নিশিদিন
শিয়রে আমার জেগে আছে
একাকী নিঃস্ব জীবনে আমার
বড় নিঃসঙ্গতা ঘিরে আছে ॥

কত পাপ কত অপরাধ মম অন্তরে
নিজ হাতে আমি গোপনে যতনে
সাজায়ে রেখেছি থরে থরে
তবু যে তোমার মমতার আলো
এতটুকু নেভে নাই
সেই আলো আমার চারিদিকে দেখি
আশিশ ঝরায়ে জেগে আছে ॥

তোমার ভয়কে
কখনো করিনি ভয় যে
আপন খেয়ালে জড়ায়ে নিয়েছি
আপনারই পরাজয় যে
অধমেরে তবু যাওনিকো ছেড়ে
এতটুকু ভোলো নাই
জীবন জুড়ে তোমার মহিমা
বরাভয় হয়ে জেগে আছে ॥

[Similar]

Leave a Comment