তনু মনে তুলবো তুমুল
Singer | মল্লিক একাডেমী |
Tune | মতিউর রহমান মল্লিক |
Song Writer | মতিউর রহমান মল্লিক |
তনু মনে তুলবো তুমুল
তূর্য তাল ও তান
এসো গাই আল্লাহ নামের গান
এসো গাই গানের সেরা গান ॥
পাখনা মেলে উড়লে পাখি
গায় কি ও নাম ডাকি ডাকি
আকাশ নীলে মেঘের ভেলা
নিত্য চলমান ॥
ঢেউ সে দুলে দুলে বুঝি
সাত সাগরে বেড়ায় খুঁজি
ওই নামেরই অরূপ রতন
হীরা ও কাঞ্চন ॥
মাঠে মাঠে বনে বনে
সবুজ সবুজ আলাপনে
ওই নামেরই আলোকধারা
জমিন ও আসমান ॥
[Source]