তনু মনে তুলবো তুমুল লিরিক্স । Tonu Mone Tulbo Tumul Lyrics

তনু মনে তুলবো তুমুল

তনু মনে তুলবো তুমুল

Singer মল্লিক একাডেমী
Tune মতিউর রহমান মল্লিক
Song Writer মতিউর রহমান মল্লিক

তনু মনে তুলবো তুমুল
তূর্য তাল ও তান
এসো গাই আল্লাহ নামের গান
এসো গাই গানের সেরা গান ॥

পাখনা মেলে উড়লে পাখি
গায় কি ও নাম ডাকি ডাকি
আকাশ নীলে মেঘের ভেলা
নিত্য চলমান ॥

ঢেউ সে দুলে দুলে বুঝি
সাত সাগরে বেড়ায় খুঁজি
ওই নামেরই অরূপ রতন
হীরা ও কাঞ্চন ॥

মাঠে মাঠে বনে বনে
সবুজ সবুজ আলাপনে
ওই নামেরই আলোকধারা
জমিন ও আসমান ॥

[Source]

Leave a Comment