টিক টিক টিক টিক যে ঘড়িটা লিরিক্স । Tik Tik Je Ghorita Lyrics

 

টিক টিক টিক টিক যে ঘড়িটা

Singer সাইমুম শিল্পীগোষ্ঠী
Tune মতিউর রহমান মল্লিক
Song Writer মতিউর রহমান মল্লিক

টিক টিক টিক টিক যে ঘড়িটা
বাজে ঠিক ঠিক বাজে
কেউ কি জানে সেই ঘড়িটা
লাগবে কয়দিন কাজে ॥

ঝক ঝক ফক ফক করে যত্দিন
ঘড়ির চেহারা
তত্দিন তারে কিনতে চায় যে
খরিদ্দারেরা
সময় মতো সময় দিলে সবখানে বিরাজে ॥

চক চক তক তক জীবন ঘড়ি
করে যতদিন
দাম থাকে তার সবার কাছে
বন্ধু ততদিন
মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে ॥

হায় হায় হায় হায় আসল ঘড়ির
অর্থ বুঝলাম না
সময় থাকতে সময়ের মূল
অর্থ খুঁজলাম না
খাইলাম দাইলাম ঘুরলাম শুধু
এই দুনিয়ার মাঝে ॥

যায় যায় যায় যায় দিন চলে যায়
কুরআন পড়লাম না
কত নভেল নাটক পড়লাম
হাদিস ধরলাম না
সত্যিকারের খাঁটি মুমিন
মুসলিম হলাম না যে ॥

Leave a Comment