টিক টিক টিক টিক যে ঘড়িটা
Singer | সাইমুম শিল্পীগোষ্ঠী |
Tune | মতিউর রহমান মল্লিক |
Song Writer | মতিউর রহমান মল্লিক |
টিক টিক টিক টিক যে ঘড়িটা
বাজে ঠিক ঠিক বাজে
কেউ কি জানে সেই ঘড়িটা
লাগবে কয়দিন কাজে ॥
ঝক ঝক ফক ফক করে যত্দিন
ঘড়ির চেহারা
তত্দিন তারে কিনতে চায় যে
খরিদ্দারেরা
সময় মতো সময় দিলে সবখানে বিরাজে ॥
চক চক তক তক জীবন ঘড়ি
করে যতদিন
দাম থাকে তার সবার কাছে
বন্ধু ততদিন
মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে ॥
হায় হায় হায় হায় আসল ঘড়ির
অর্থ বুঝলাম না
সময় থাকতে সময়ের মূল
অর্থ খুঁজলাম না
খাইলাম দাইলাম ঘুরলাম শুধু
এই দুনিয়ার মাঝে ॥
যায় যায় যায় যায় দিন চলে যায়
কুরআন পড়লাম না
কত নভেল নাটক পড়লাম
হাদিস ধরলাম না
সত্যিকারের খাঁটি মুমিন
মুসলিম হলাম না যে ॥