জোছনা ভরা চাঁদনী রাতে লিরিক্স । Josna Bhora Chadni Rate Lyrics

জোছনা ভরা চাঁদনী রাতে

জোছনা ভরা চাঁদনী রাতে

Singer মুজাহিদ
Tune লুৎফর রহমান
Song Writer লুৎফর রহমান

জোছনা ভরা চাঁদনী রাতে
চাঁদকে যখন দেখি
স্বপ্নলোকে বিভোর হয়ে
শুধু তোমায় ডাকি
একাই বসে মগ্ন হয়ে ভাবী নীরবে
বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণভাবে ॥

সাদা কালো ধূসর মেঘের
খেলা দেখি যতই
তোমার তরে ভালোবাসা
বাড়তে থাকে ততই
একাই বসে মগ্ন হয়ে ভাবী নীরবে ॥

অগণিত তারার পানে
চেয়ে থাকি যখন
হৃদয় আমার ভালোবাসায়
ভরে ওঠে তখন
একাই বসে মগ্ন হয়ে ভাবী নীরবে ॥

Leave a Comment