জোছনা ভরা চাঁদনী রাতে
Singer | মুজাহিদ |
Tune | লুৎফর রহমান |
Song Writer | লুৎফর রহমান |
জোছনা ভরা চাঁদনী রাতে
চাঁদকে যখন দেখি
স্বপ্নলোকে বিভোর হয়ে
শুধু তোমায় ডাকি
একাই বসে মগ্ন হয়ে ভাবী নীরবে
বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণভাবে ॥
সাদা কালো ধূসর মেঘের
খেলা দেখি যতই
তোমার তরে ভালোবাসা
বাড়তে থাকে ততই
একাই বসে মগ্ন হয়ে ভাবী নীরবে ॥
অগণিত তারার পানে
চেয়ে থাকি যখন
হৃদয় আমার ভালোবাসায়
ভরে ওঠে তখন
একাই বসে মগ্ন হয়ে ভাবী নীরবে ॥