জীবনের সোনাঝরা দিনগুলো সব লিরিক্স । jiboner sona jora din gulo sob Lyrics

জীবনের সোনাঝরা দিনগুলো সব

জীবনের সোনাঝরা দিনগুলো সব

Singer সাইফুল্লাহ মানছুর (Covered by : আবু ওবায়দা)
Tune মোস্তফা শওকত ইমরান
Song Writer মোস্তফা শওকত ইমরান

জীবনের সোনাঝরা দিনগুলো সব
শীতের পাতার মতো ঝরে যায়
কোকিলের কুহুতানে ফাগুন আসে
চৈত্রের কাছে সেও হেরে যায় ॥

তবুও এ জীবনকে ফুলে ফুলে সাজাতে
সবার কত আয়োজন
সাজানো খেলাঘর করে ভেঙে চুরমার
নেমে আসে নিঠুর মরণ
সুখের সমাধি গড়ে আশার তারাগুলো
ঝড়ে পড়ে যায় অবেলায় ॥

সারাদিন আকাশে কত পাখি ওড়ে
সাঁঝে ফিরে আসে নীড়ে
দুদিন ভবে থেকে মৃত্যুরেখা ছুয়ে
আমিও চলে যাব দূরে
প্রেম ভালোবাসা সব অতীত হয়ে যায়
সে যে নিয়তির ধারণা ॥

[Similar]

Leave a Comment