জান্নাত লিখে দিও নসিবে আমার
Singer | মারুফ আল্লাম |
Singer | মারুফ আল্লাম |
Song Writer | বিলাল হোসাইন নূরী |
জান্নাত লিখে দিও নসিবে আমার
ওগো প্রেমময় ওগো পরোয়ার
শরাবের ঝরনা ও দুধের নহর
চির বহমান তলদেশে যার ॥
রোদেলা হাশরে দিও রহমের ছাতা
ডান হাতে পাই যেন আমলের খাতা।
সুকঠিন পিপাসায় ফাটে যদি এ বুক
ভালোবেসে তুমি দিও কাউসার ॥
আমাকে যখন কেউ চিনবে না হায়
কাছে টেনে নিও তুমি প্রীতি ও মমতায়।
দোজখের ওপরে যে ভয়ানক পুল
চোখের পলকে করে দিও পার।
চুলচেরা হিসাবের সুমহান দিনে
আমাকে বেঁধো না প্রভু গুনাহের ঋণে।
শাফায়াত যেন পাই প্রিয় রাসূলের
তোমার কাছে এ মিনতি আমার ॥
[Similar]