জান্নাত লিখে দিও নসিবে আমার লিরিক্স – Jannat Likhe dio Lyrics

 

জান্নাত লিখে দিও নসিবে আমার

জান্নাত লিখে দিও নসিবে

Singer মারুফ আল্লাম
Singer মারুফ আল্লাম
Song Writer বিলাল হোসাইন নূরী

জান্নাত লিখে দিও নসিবে আমার
ওগো প্রেমময় ওগো পরোয়ার
শরাবের ঝরনা ও দুধের নহর
চির বহমান তলদেশে যার ॥

রোদেলা হাশরে দিও রহমের ছাতা
ডান হাতে পাই যেন আমলের খাতা।
সুকঠিন পিপাসায় ফাটে যদি এ বুক
ভালোবেসে তুমি দিও কাউসার ॥

আমাকে যখন কেউ চিনবে না হায়
কাছে টেনে নিও তুমি প্রীতি ও মমতায়।
দোজখের ওপরে যে ভয়ানক পুল
চোখের পলকে করে দিও পার।

চুলচেরা হিসাবের সুমহান দিনে
আমাকে বেঁধো না প্রভু গুনাহের ঋণে।
শাফায়াত যেন পাই প্রিয় রাসূলের
তোমার কাছে এ মিনতি আমার ॥

[Similar]

Leave a Comment