চোখের কোণায় জল এসে লিরিক্স – Chokher Konay Jol Esey Lyrics

 

চোখের কোণায় জল এসে

 

Singer মুজাহিদ
Tune লিটন হাফিজ চৌধুরী
Song Writer লিটন হাফিজ চৌধুরী

চোখের কোণায় জল এসে
আবার শুকিয়ে যায়
কপোল ভেজার কান্নাটা আর
কাঁদতে পারি না হায় ॥

সেই যে মাগো গল্প বলার রাত
কোথায় তোমার সোহাগ বুলানো হাত
আজ সবি আছে সবাই কাছে
তুমি শুধু পাশে নাই ॥

ক’জনে বুঝে মা হারানোর
ব্যথা বুকে নিয়ে সুখ হারানোর
স্মৃতি শুধু এসে বুক ভেঙে ভেঙে
নীরবে কাঁদিয়ে যায়।

সেই সোনামুখ এই দুনিয়ায় নাই
মমতা মাখানো আঁচলখানি যে নাই
আর আমাকে কেউ না ডাকে
ওরে খোকা বুকে আয় ॥

[Similar]

Leave a Comment