চালতা পাতার কাজ লিরিক্স । Chalta patar kaj Lyrics

চালতা পাতার কাজ

চালতা পাতার কাজ

Singer হাসনা হেনা আফরিন
Tune মশিউর রহমান
Song Writer গোলাম মোহাম্মদ

চালতা পাতার কাজ
দেখে আমি বুঝেছি
শিল্পীর চেয়ে তিনি বড়ো শিল্পী

সরিষার ক্ষেত ভরে হলুদ মাখা
হৃদয়ে মমতা দিয়ে চিত্র আঁকা
তটিনীর তীর দেখে বুঝেছি আমি
শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী ॥

তেঁতুলের ফুলে ফুলে কী মায়া মাখা
হলুদ লালের কাজ যতনে আঁকা
রঙ্গন ফুল দেখে বুঝেছি আমি
শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী ॥

বরষার মেঘে মেঘে সাজানো আকাশ
যুদ্ধের দামামা বাজানো বাতাস
আউশের ভুঁই দেখে বুঝেছি আমি
শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী ॥

Video Source

Leave a Comment