চাইবো না জান্নাত
Singer | মশিউর রহমান |
Tune | মশিউর রহমান |
Song Writer | মাহফুজ বিল্লাহ শাহী |
চাইবো না জান্নাত তোমার পরে
বলবো না হুর পরি নহর দিও
চাই শুধু আমি তোমার কাছে
আমায় করে নিও তোমার প্রিয় ॥
তোমার জান্নাতে যত সুখ শান্তি
শারাবান তাহুরা ফুলে ফলে ভর্তি
নেয়ামত যত কিছু দিয়েছ সেথায়
চাইবো না তা কোন দিনও ॥
আমাকে ভালোবেসে যেথায় খুশি
সেথায় রেখো আমি তাতেই খুশি।
অফুরান সেই চির শান্তির আধার
সবই তো তোমার দেয়া বান্দাকে উপহার
তোমার গোলাম হতে তোমায় কাছে পেতে
যা করার তাওফিক তুমি দিও ॥