চাইবো না জান্নাত লিরিক্স । Caibona Jannat Lyrics

চাইবো না জান্নাত

চাইবো না জান্নাত

Singer মশিউর রহমান
Tune মশিউর রহমান
Song Writer মাহফুজ বিল্লাহ শাহী

চাইবো না জান্নাত তোমার পরে
বলবো না হুর পরি নহর দিও
চাই শুধু আমি তোমার কাছে
আমায় করে নিও তোমার প্রিয় ॥

তোমার জান্নাতে যত সুখ শান্তি
শারাবান তাহুরা ফুলে ফলে ভর্তি
নেয়ামত যত কিছু দিয়েছ সেথায়
চাইবো না তা কোন দিনও ॥

আমাকে ভালোবেসে যেথায় খুশি
সেথায় রেখো আমি তাতেই খুশি।

অফুরান সেই চির শান্তির আধার
সবই তো তোমার দেয়া বান্দাকে উপহার
তোমার গোলাম হতে তোমায় কাছে পেতে
যা করার তাওফিক তুমি দিও ॥

Visit

Leave a Comment