খোলা আকাশের নিচে দাঁড়িয়ে লিরিক্স – khola akasher niche Lyrics

 

খোলা আকাশের নিচে দাঁড়িয়ে

 

Singer মুজাহিদ
Tune লুৎফর রহমান
Song Writer লুৎফর রহমান

খোলা আকাশের নিচে দাঁড়িয়ে
চাঁদ দেখাত কে
মধুর মধুর গল্প বলে
ঘুম পাড়াত কে
সে যে আমার মা জননী মা জননী সে ॥

যদি কখনো দুঃখের মাঝে যেতাম হারিয়ে
কার সে আঁচল ভরিয়ে দিত সুখে ছাপিয়ে
অশ্রুসজল চোখে যখন থাকত পাশে বসে
দুঃখ আমার পালিয়ে যেত
কোন সে দূরের দেশে ॥

আজ কাছে নেই সেই প্রিয়জন
বুকে তাই হাহাকার
চারপাশে আজ একা মনে হয়
ফিরবে কি সে আবার
ব্যথাভরা সুর শুনিয়ে ডাকবে না তো সে
আসবে শুধু অনুভবে স্মৃতির বানে ভেসে ॥

[Similar]

Leave a Comment