খোলা আকাশের নিচে দাঁড়িয়ে
Singer | মুজাহিদ |
Tune | লুৎফর রহমান |
Song Writer | লুৎফর রহমান |
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে
চাঁদ দেখাত কে
মধুর মধুর গল্প বলে
ঘুম পাড়াত কে
সে যে আমার মা জননী মা জননী সে ॥
যদি কখনো দুঃখের মাঝে যেতাম হারিয়ে
কার সে আঁচল ভরিয়ে দিত সুখে ছাপিয়ে
অশ্রুসজল চোখে যখন থাকত পাশে বসে
দুঃখ আমার পালিয়ে যেত
কোন সে দূরের দেশে ॥
আজ কাছে নেই সেই প্রিয়জন
বুকে তাই হাহাকার
চারপাশে আজ একা মনে হয়
ফিরবে কি সে আবার
ব্যথাভরা সুর শুনিয়ে ডাকবে না তো সে
আসবে শুধু অনুভবে স্মৃতির বানে ভেসে ॥
[Similar]