খোদা তোমার নামেরই গান লিরিক্স । Khoda Tomar Nameri Gan Lyrics

খোদা তোমার নামেরই গান

খোদা তোমার নামেরই গান

Singer সাইফুল্লাহ মানছুর
Tune হাসান আখতার
Song Writer হাসান আখতার

খোদা তোমার নামেরই গান
গাই দিবা-যামী
মনের কালি দূর করে দাও
হে অন্তরযামী ॥

তোমার রাহে কর রাহী
শুধুই তোমার আলো চাহি
হৃদয় জুড়ে তোমার সাহস
চাই প্রভু আমি ॥

তোমার প্রিয়জনের
ঈমান আমায় দাও
দ্বীনে হকের দীপ্ত দিশা
নিশান আমায় দাও।

তোমার রঙে করে রঙিন
দুহাতে দাও ন্যায়ের সঙ্গীন
স্বপ্ন সফল দাও গো প্রভু
দাও বিজয় দামি ॥

Visit

Leave a Comment