খোদা এই গরিবের শোনো লিরিক্স । Khoda Ei Goriber Shono Lyrics

খোদা এই গরিবের শোনো

খোদা এই গরিবের শোনো

Singer আব্বাসউদ্দিন আহমদ
Tune দেলওয়ার হোসেন (চিত্ত রায়)
Song Writer কাজী নজরুল ইসলাম

খোদা এই গরিবের শোনো
শোনো মোনাজাত
দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি,
ক্ষুধা পেলে লবণ-ভাত ॥

মাঠে সোনার ফসল দিও,
দিও গৃহ ভরা বন্ধু প্রিয়;
হৃদয় ভরা শান্তি দিও,
সেই তো আমার আবহায়াত ॥

আমায় দিয়ে কারো ক্ষতি
হয় না যেন দুনিয়ায়,
আমি কারো ভয় না করি,
মোরেও কেহ ভয় না পায়।
খোদা…

(যবে) মসজিদে যাই তোমারি টানে
(যেন) মন নাহি ধায় দুনিয়া পানে
আমি ঈদের চাঁদ দেখি যেন
আসলে দুখের আঁধার রাত ॥

Visit

Leave a Comment