খোদা আমাকে তুমি লিরিক্স । Khoda Amake Tumi Lyrics

খোদা আমাকে তুমি

খোদা আমাকে তুমি

Singer সুমন আজিজ
Tune সুমন আজিজ
Song Writer সুমন আজিজ

খোদা আমাকে তুমি
তোমার পথে ভিখারী বানাও
জন্মের পর থেকে কখনো কোনদিন
ডাকিনি তোমায়,
ডাকেনি ডাকেনি এ মন ॥

জানিনি কাদের ভিড়ে
পাপ সাগরের তীরে
কুড়িয়েছি পাপের নুড়ি,
নিয়েছি কাঁচ তুলে ভুলে হীরাকে ফেলে
কেঁদেছে আমার এ দুটি নয়ন ॥

কুরআনের পথ পাড়ে
শান্তি অঝরে ঝরে
হয়নি চলা সে পথে,
এসেছে নিভে বেলা দারুণ বেড়েছে জ্বালা
ক্ষমা তুমি করো হে মহান ॥

Visit

Leave a Comment