খুব সকালে পাখির গলে লিরিক্স । khub sokale pakhir gole Lyrics

খুব সকালে পাখির গলে

খুব সকালে পাখির গলে

Singer মারুফ আল্লাম
Tune সাইফুল আরেফীন
Song Writer সাইফুল আরেফীন

খুব সকালে পাখির গলে
যাঁর গুণগান রটে
সাঁঝের বেলা তারার মেলা
তাঁর নেয়ামত বটে
সে যে লালনকারী পালনকারী
সারা ভুবনময়
তোমার আমার বেঁচে থাকা
যাঁর করুণায় হয় ॥

দিনের পরিশ্রমে যখন
ক্লান্ত পথিক-প্রাণ
রাতের ঘুমে কে রেখে দেয়
শান্তি অফুরান
কে সে কার স্মরণে যায় কেটে যায়
এই হৃদয়ের ভয় ॥

সকল প্রেমের মানুষ যখন
কষ্টে ভরে মন
নতুন করে বাঁচতে শেখায়
প্রেম করে কোনজন
কে সে কার আশিশে এক নিমেষে
ঘোচে পরাজয় ॥

Video Source

1 thought on “খুব সকালে পাখির গলে লিরিক্স । khub sokale pakhir gole Lyrics”

Leave a Comment