খুব সকালে পাখির গলে
Singer | মারুফ আল্লাম |
Tune | সাইফুল আরেফীন |
Song Writer | সাইফুল আরেফীন |
খুব সকালে পাখির গলে
যাঁর গুণগান রটে
সাঁঝের বেলা তারার মেলা
তাঁর নেয়ামত বটে
সে যে লালনকারী পালনকারী
সারা ভুবনময়
তোমার আমার বেঁচে থাকা
যাঁর করুণায় হয় ॥
দিনের পরিশ্রমে যখন
ক্লান্ত পথিক-প্রাণ
রাতের ঘুমে কে রেখে দেয়
শান্তি অফুরান
কে সে কার স্মরণে যায় কেটে যায়
এই হৃদয়ের ভয় ॥
সকল প্রেমের মানুষ যখন
কষ্টে ভরে মন
নতুন করে বাঁচতে শেখায়
প্রেম করে কোনজন
কে সে কার আশিশে এক নিমেষে
ঘোচে পরাজয় ॥
Video Source
1 thought on “খুব সকালে পাখির গলে লিরিক্স । khub sokale pakhir gole Lyrics”