খুব সকালে তোমার কাছে লিরিক্স । Khub Sokale tomar kachhe Lyrics

খুব সকালে তোমার কাছে

খুব সকালে তোমার কাছে

Singer রুবাইয়্যাত
Tune মাসুদ রানা
Song Writer মাসুদ রানা

খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা
ওগো দয়াময়
তোমার প্রতি ভালোবাসা যেন
আরও তীব্র হয় ॥

নদী যেমন সাগর প্রেমে
খায় যে হাবুডুবু
তেমনি তোমার প্রতি আমার
প্রেমটা বাড়াও প্রভু
আমার সকল আঁধার করো
আলোয় দীপ্তময় ॥

আমার সকল যন্ত্রণা তুমি
ধুয়ে মুছে করো সাফ
অশান্ত মন শান্ত বানাও
দাও করে দাও মাফ
রহম স্রোতে ভাসাও ও দাও
পুষ্পিত হৃদয় ॥

Visit

Leave a Comment