কোন নামেতে ডাকবো আল্লাহ
Singer | Unknown |
Song Writer | সাবির আহমেদ চৌধুরী |
কোন নামেতে ডাকবো – আল্লাহ
সব নামই তো মিষ্টি মধুর
আউয়াল-আখের-জাহের-বাতেন
মঈন-মতিন-গনি-গফুর ॥
খালেক-মালেক-জলিল-জব্বার
করিম-রহিম-সাদেক-সাত্তার
আজিজ-আলিম-হামিদ-হালিম
কাবেজ-কাদির-শহিদ-সবুর ॥
ইয়া রশিদু-ইয়া রকিবু
জুল-জালালে ওয়াল আকরাম,
ইয়া সামিও-ইয়া বাছিরু
ইয়া আদিলু-ইয়া হাকাম।
ওহাব-ওদুদ-রউফ-রহমান
আহাদ-ওয়ালি-সালাম-সুলতান
খবির-মুমেন-হক-রাজ্জাক
মবিন-মজিদ-সামাদ-শুকুর ॥