মনের ভুবন ধূসর হলে কুরআন পড়ো লিরিক্স – Moner vubon dhushor hole Lyrics

 

মনের ভুবন ধূসর হলে কুরআন পড়ো

মনের ভুবন ধূসর হলে কুরআন পড়ো

Singer সারেগামা একাডেমি
Tune মাহফুজ বিল্লাহ শাহী
Song Writer বিলাল হোসাইন নূরী

মনের ভুবন ধূসর হলে কুরআন পড়ো
তখন তোমার হৃদয় হবে সবুজ পাতা—
পাতার ফাঁকে ফুটবে নতুন গোলাপকুঁড়ি
রঙিন হবে আমলনামার মলিন খাতা ॥
ইকরা-ইকরা-ইকরা
ওয়া রাত্তিলিল কুরআ-না তারতি-লা…

যে দেখেছো ভোরের বাগান তাকে বলি
একটি হরফ যেন ফুলের দশটি কলি
ফজর শেষে তিলাওয়াতের সুর ঝরালে
এক বসাতেই হবে হাজার মালা গাঁথা ॥

কুরআন পড়ে জীবন করো সুবাসিত
সেই সুবাসে এই পৃথিবী মধুর হবে
মধুর হবে মুখের ভাষা বুকের আশা
শীতল নদী বইবে তোমার অনুভবে!

যে দেখেছো রাতের আকাশ তাকে বলি
একটি আয়াত যেন হাজার তারার কলি
দিনের শেষে তিলাওয়াতের সুর ঝরালে
মিষ্টি আলোয় ভিজবে মনের নকশিকাঁথা॥

[Similar]

Leave a Comment