কুরআনের আলোকিত বুঝ দাও লিরিক্স -Quraner Alokito Bujh Daw Lyrics

 

কুরআনের আলোকিত বুঝ দাও

কুরআনের আলোকিত বুঝ দাও

Singer মশিউর রহমান
Tune মশিউর রহমান
Song Writer আবু তাহের বেলাল

কুরআনের আলোকিত বুঝ দাও
হাদিসের যথাযথ জ্ঞান দাও
হে মহিম হে রহিম হে দয়াময়
হে অসীম হে করিম করুণাময় ॥

আযাযিল যতবার পিছু নেয় আমারে
আলেয়া যতবার ডেকে যায় আঁধারে
ততবার আমি যেন সত্যের জ্যোতিতে
মিলে মিশে প্রভু হই আলোময় ॥

জীবনের সাথিরা আজ হোক প্রেরণা
মুছে যাক যত সব বিরহ বেদনা
আলোকের সংগ্রামে কুরআনের পথ ধরে
যেন আজ ভুলে যাই সব দ্বিধা ভয় ॥

ধুয়ে দাও মুছে দাও গুনাহের কালিমা
হৃদয়ে ঢেলে দাও অপরূপ চাঁদিমা
মমতার আবেশে পূর্ণিমা চাঁদ হেসে
যেন মোরে ডেকে নেয় দূর মোহনায় ॥

[Similar]

Leave a Comment