কুরআনের আলোকিত বুঝ দাও
Singer | মশিউর রহমান |
Tune | মশিউর রহমান |
Song Writer | আবু তাহের বেলাল |
কুরআনের আলোকিত বুঝ দাও
হাদিসের যথাযথ জ্ঞান দাও
হে মহিম হে রহিম হে দয়াময়
হে অসীম হে করিম করুণাময় ॥
আযাযিল যতবার পিছু নেয় আমারে
আলেয়া যতবার ডেকে যায় আঁধারে
ততবার আমি যেন সত্যের জ্যোতিতে
মিলে মিশে প্রভু হই আলোময় ॥
জীবনের সাথিরা আজ হোক প্রেরণা
মুছে যাক যত সব বিরহ বেদনা
আলোকের সংগ্রামে কুরআনের পথ ধরে
যেন আজ ভুলে যাই সব দ্বিধা ভয় ॥
ধুয়ে দাও মুছে দাও গুনাহের কালিমা
হৃদয়ে ঢেলে দাও অপরূপ চাঁদিমা
মমতার আবেশে পূর্ণিমা চাঁদ হেসে
যেন মোরে ডেকে নেয় দূর মোহনায় ॥
[Similar]