কী যে নিরুপম শিল্পীত রূপে লিরিক্স । Ki Je Nirupom Lyrics

কী যে নিরুপম শিল্পীত রূপে

কী যে নিরুপম শিল্পীত রূপে

Singer আবদুর রউফ ও সহশিল্পী
Tune মশিউর রহমান
Song Writer আবু তাহের বেলাল

কী যে নিরুপম শিল্পীত-রূপে
গড়েছ অপরূপ বসুন্ধরা
নিবিড় মৌন হিমাদ্রী হিমানি
দুরন্ত পারাবার আকুল করা ॥

সবুজ শ্যামলিমাময় মাঠ ঘাট প্রান্তরে
কী নিপুণ কারুকাজ ওই থরে বিথরে
মুখরিত ঝরনা পাখির কূজন
অজস্র আয়োজন স্বপ্ন ভরা ॥

জোছনার মাখামাখি শরতের কাশবনে
শুভ্র মেঘের ভেলা হৃদয়ে জাল বোনে
যতবার দেখি ভাবী আনমনে
তোমার সৃষ্টি সবই মনোহরা ॥

Video Source

Leave a Comment