কী নিয়ে দাঁড়াবো আমি লিরিক্স । Ki Niye Darabo Ami Lyrics

কী নিয়ে দাঁড়াবো আমি

কী নিয়ে দাঁড়াবো আমি

Singer সাইফুল্লাহ মানছুর
Tune তাফাজ্জল হোসাইন খান
Song Writer তাফাজ্জল হোসাইন খান

কী নিয়ে দাঁড়াবো আমি
ওগো প্রভু দয়াময়
শূন্য এ অধমের পুণ্যের সঞ্চয় ॥

আছে শুধু জীবনের গ্লানিময় যাতনা
আছে শুধু অনুতাপ আছে অনুশোচনা
গোমরাহী অন্তরে ছিল না তোমারই ভয় ॥

বলেছ কুরআনে তুমি হতে আশাবাদী
সেই আশা বুকে নিয়ে ধুঁকে ধুঁকে কাঁদি।

মুছে দিও প্রভু তুমি অতীতের কালিমা
জ্বেলে রেখ নিশিদিন সুপথের লালিমা
তোমারই ছোঁয়াতে হবে এ জীবন মধুময় ॥

Visit

Leave a Comment