কাল এখানে ছিল যে লিরিক্স । Kal Ekhane Silo Je Lyrics

 

কাল এখানে ছিল যে

কাল এখানে ছিল যে

Singer সাইফুল্লাহ মানছুর
Tune বাহলুল করিম
Song Writer মতিউর রহমান মল্লিক

কাল এখানে ছিল যে
আজ সে কোথাও নাই
সবারই তো কিসমত এই
হারিয়ে ফুরাবো ভাই ॥

ফুল ফুটে সে কিছুদিন
ভরিয়ে সুবাসে মন
আবার বন্ধু ঝরে যায়
হায় রে মানে না বারণ
এই তো জীবন আহারে
সান্ত্বনা খুঁজে না পাই ॥

হায়াতে যে হাসি গান
চোখের জলে হয় মলিন
এত স্বাদের স্বপ্ননীড়
কালের ঝড়ে হয় বিলীন
এই তো ভবের খেলা রে
আলো ছায়ার আলেয়া ॥

আজ যে ভালোবাসা প্রেম
কালকে যে তা বিরহ
সুখের ঘরে শোকের বাস
বড় বেশি অসহ
এই তো নিয়ম নিয়তি
হবে না তো অন্যথা ॥

ভাগ্য যখন এমনি
তখন ভাগ্যনিয়ন্তার
নির্দেশিত পথ ধরে
গড়ি জীবন যে যাহার
তবেই দুঃখের বদলে সুখ
পাবো যে যেমন যা ॥

[Similar]

Leave a Comment