কাফনের কাপড়টাকে লিরিক্স । Kafoner Kaportake Lyrics

কাফনের কাপড়টাকে

কাফনের কাপড়টাকে

Singer মারুফ আল্লাম
Tune আবুল আলা মাসুম
Song Writer আবুল আলা মাসুম

কাফনের কাপড়টাকে
গায়ে জড়াবার আগে
ইহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও
মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ ॥

বেশি কিছু চাইনি আমি
চেয়েছি কাবার ধারে
ঝরাব নয়নগলা পানি
মনের ঘরে যুগে যুগে
জমে থাকা পাপের সারি
মুছে নেব মনের যত গ্লানি
এটুকু চাওয়া তুমি দাও না পূরণ করে
এ সুযোগ একটু লিখে দিও
মরণের আগে একবার কাবার ধারে নিও ॥

সে পথে ঘুরব আমি
যে পথে যেতেন হেঁটে
প্রিয় নবি, নবির সাহাবিরা
সাফা ও মারওয়াতে যে পথে মা হাজেরা
খুঁজেছিল একটু পানির ধারা
সে পথে হাঁটতে চাওয়া নয়তো অপরাধ
এ আমার প্রাণের আকুতিও
মরণের আগে একবার কাবার ধারে নিও ॥

Visit

Leave a Comment