কত ভালোবাসি মাগো
Singer | নওশাদ মাহফুজ |
Tune | মাসুদ রানা |
Song Writer | গাজি নয়ন ইসলাম |
কত ভালোবাসি মাগো বোঝানো যাবে না
সব ভালোবাসা ভুলে কেন চলে গেলে মা
মা আমার মা আমার মা ॥
ফজরের আজান হলে ডাকতে আমায়
ওঠ খোকা দেরি হলো বেলা বয়ে যায়
কেন যে আগের মতো আবার তুমি
ঘুম থেকে ডেকে দিয়ে যেতে পারো না ॥
জীবনের বয়ে যাওয়া সকল কাজে
হাত ধরে মমতায় বোঝাত মা যে
কেন মা জননী আবার এসে
মমতার মায়া তুমি দিতে পারো না ॥
[Similar]