দেহখানি কখন জানি হবে আমার লাশ
Singer | মাওলানা আশরাফ আলী |
Tune | আহমদ নেয়ামতুল্লাহ্ |
Song Writer | আহমদ নেয়ামতুল্লাহ্ |
দেহখানি কখন জানি হবে আমার লাশ
রে মন
দেহখানি কখন জানি হবে আমার লাশ।
আমার পরান পাখি উড়ে যাবে ফুরালে নিশ্বাস
দেহখানি কখন জানি হবে আমার লাশ।
আমি দিবানিশি হই উদাসী করি কত পাপ
মন ভোলারে পরপারে কি দিবি জবাব
আমি থাকবো পড়ে আন্ধার ঘরে একলা বারোমাস
দেহখানি কখন জানি হবে আমার লাশ।
আমি সকালসাঝে রই যে মজে মিছে ছলনাতে
শূন্য আমার পূণ্য খাতা রবের আদালতে
আমায় গোসল দিবে শেষ বিদায়ের কাটবে গোরের বাঁশ
দেহখানি কখন জানি হবে আমার লাশ।