ও আকাশ কেন নীলিম তুমি
Singer | Unknown |
Tune | লুৎফর রহমান |
Song Writer | সরকার মাজহারুল মান্নান |
ও আকাশ কেন নীলিম তুমি
ও রাত কেন আঁধার তুমি
কোথায় তোমার মোহনা
কোথায় তোমার ঠিকানা ॥
যার ছোঁয়াতে ওঠে রবি
কদম ফোটে বরষায়
সাগর নদী পাখ-পাখালি
চলে আপন ঠিকানায়
আঁধার রাতে হেসে ওঠে
সাধের মায়ার ওই জোছনা ॥
কোন সে প্রেমিক এমন করে
সাজিয়েছে এই ধরা
ফুলে ফলে সবুজ শ্যামল
সবই যে মন-কাড়া
অযুত তারা হেসে ওঠে
পেয়ে যে তার ঠিকানা ॥