ওগো রাব্বুল আলামিন লিরিক্স । Ogo Rabbul Alamin Lyrics

ওগো রাব্বুল আলামিন

ওগো রাব্বুল আলামিন

Singer Unknown
Tune মাসুদ রানা
Song Writer মাসুদ রানা

ওগো রাব্বুল আলামিন
তুমি দাও মোরে জ্ঞান সীমাহীন
সে জ্ঞানের মোহে তোমার প্রেমে
বিভোর হই নিশিদিন ॥

আমি যে বান্দা তোমার অতি নগণ্য
ক্ষমা কর মুছে দাও পাপের চিহ্ন
অনাবিল সুখ দাও দাও প্রশান্তি
বিপথে যাওয়ার পথ করো বিলীন ॥

কুরআনের জ্ঞান দাও যথাযথ বুঝতে
হাদিসের জ্ঞান দাও সব ভালো খুঁজতে
ইবাদত করতে তুমি দাও প্রভু শক্তি
অন্তরে দাও তুমি তোমার দ্বীন ॥

Visit

Leave a Comment