ওগো রাব্বুল আলামিন
Singer | Unknown |
Tune | মাসুদ রানা |
Song Writer | মাসুদ রানা |
ওগো রাব্বুল আলামিন
তুমি দাও মোরে জ্ঞান সীমাহীন
সে জ্ঞানের মোহে তোমার প্রেমে
বিভোর হই নিশিদিন ॥
আমি যে বান্দা তোমার অতি নগণ্য
ক্ষমা কর মুছে দাও পাপের চিহ্ন
অনাবিল সুখ দাও দাও প্রশান্তি
বিপথে যাওয়ার পথ করো বিলীন ॥
কুরআনের জ্ঞান দাও যথাযথ বুঝতে
হাদিসের জ্ঞান দাও সব ভালো খুঁজতে
ইবাদত করতে তুমি দাও প্রভু শক্তি
অন্তরে দাও তুমি তোমার দ্বীন ॥