ওগো মা তুমি এই ধরনীর লিরিক্স । Ogo Ma Tumi Lyrics

 

ওগো মা তুমি এই ধরনীর

ওগো মা তুমি এই ধরনীর

Singer তারিক মুনাওয়ার
Tune তারিক মুনাওয়ার
Song Writer তারিক মুনাওয়ার

ওগো মা তুমি এই ধরণীর শ্রেষ্ঠ নেয়ামাত
তোমারই পদতলে রয়েছে জান্নাত ॥

এই পৃথিবী থাকত ওগো ফুল ও পাখিহীন
এই পৃথিবী থাকত ওগো মায়া মোহহীন
যদি না পেত তোমার মায়ারই হাত ॥

কুরআনে আল্লাহ তাআলা তারই পরে
মা বাপের কথা দিলেন
তাদেরও প্রতি সদা এহসান তরে।

তাদেরই খুশিতে যে আল্লার সন্তোষ
তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ
খোদারই রহম তারা
এ ধরার বরকত ॥

[Similar]

Leave a Comment