ওই রাতের তারা চাঁদের সাথে লিরিক্স – Oi Rater Tara chader sathe Lyrics

 

ওই রাতের তারা চাঁদের সাথে

Singer আমিরুল মোমেনীন মানিক, রুনা লায়লা
Tune আমিরুল মোমেনীন মানিক
Song Writer জাফর ফিরোজ

 

ওই রাতের তারা-চাঁদের সাথে
খেলা করে আকাশে
আমি একা জেগে আছি
তুমি নেই আমারই পাশে ॥

আয় আয় চাঁদ মামা
টিপ দিয়ে যা
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা ॥

তুমি ছাড়া একা একা
ভালো লাগে না
কোনো কাজে এই মন
আর বসে না।
তাই মন বারে বারে
ছুটে চলে যায়
আমার কান্না কি
তুমি দেখো না ॥

[Similar]

Leave a Comment