ওই নীলিমায় বলো কে আছে
Singer | মশিউর রহমান |
Tune | মশিউর রহমান |
Song Writer | দুররুল হক বাবলু |
ওই নীলিমায় বলো কে আছে
দূর অজানায় বলো কে আছে
কে আছে সবখানে ছড়িয়ে
কে আছে মন প্রাণ ভরিয়ে
সে যে আমার প্রিয়তম
সে যে আমার অনুপম
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ॥
যার ইশারায় সপ্ত আকাশ সপ্ত জমিন
যার হুকুমে প্রতিনিয়ত রাত আর দিন
আলো আঁধার হাওয়ার খেলা
জন্ম মৃত্যু ও ধ্বংসলীলা
চলে অবিরত সবই হয়ে নত
চন্দ্র আর সূর্য ॥
যার প্রেমের ছোঁয়া পেয়ে ফুলেরা ফোটে
যার মহিমায় নদী সাগর ঝরনা ছোটে
নিখিলের সবকিছু তাঁরই নামে
অবনত আছে তাঁর গুণগানে
তিনি অদ্বিতীয় এক লা শরিক
নহে কেহ সমকক্ষ ॥
[may visit]