ওই নীলিমায় বলো কে আছে লিরিক্স । Oi Nilimay Bolo Ke Ase Lyrics

ওই নীলিমায় বলো কে আছে

ওই নীলিমায় বলো কে আছে

Singer মশিউর রহমান
Tune মশিউর রহমান
Song Writer দুররুল হক বাবলু

ওই নীলিমায় বলো কে আছে
দূর অজানায় বলো কে আছে
কে আছে সবখানে ছড়িয়ে
কে আছে মন প্রাণ ভরিয়ে
সে যে আমার প্রিয়তম
সে যে আমার অনুপম
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ॥

যার ইশারায় সপ্ত আকাশ সপ্ত জমিন
যার হুকুমে প্রতিনিয়ত রাত আর দিন
আলো আঁধার হাওয়ার খেলা
জন্ম মৃত্যু ও ধ্বংসলীলা
চলে অবিরত সবই হয়ে নত
চন্দ্র আর সূর্য ॥

যার প্রেমের ছোঁয়া পেয়ে ফুলেরা ফোটে
যার মহিমায় নদী সাগর ঝরনা ছোটে
নিখিলের সবকিছু তাঁরই নামে
অবনত আছে তাঁর গুণগানে
তিনি অদ্বিতীয় এক লা শরিক
নহে কেহ সমকক্ষ ॥

[may visit]

 

Leave a Comment