ওই চাঁদের আলো আজ লিরিক্স । Oi Chader Alo Aaj Lyrics

ওই চাঁদের আলো আজ

ওই চাঁদের আলো আজ

Singer Unknown
Tune মিজানুর রহমান রায়হান
Song Writer মিজানুর রহমান রায়হান

ওই চাঁদের আলো আজ
লাগে না ভালো কেন জানি না
তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না ॥

পৃথিবীর এত রূপ রঙ্গ
সেও তো হয়ে যাবে ভঙ্গ
তারি রূপে আর তারি মোহে
তাই তো আজ আর কাঁদি না ॥

নদীর কলতান পাখির কুহু গান
চিরদিন সে নাহি রবে
সাধের এ জীবন মুছে দেবে মরণ
এ জীবনে কী হবে!

তোমার করুণা ছাড়া
জীবন আমার দিশেহারা
তোমার রহম আর তোমার করম ছাড়া
তাই তো আজ আর ভাবী না ॥

[Similar]

Leave a Comment