এ চোখের এক ফোঁটা অশ্রু যদি লিরিক্স । E Chokher Ek Fota Osru Lyrics

এ চোখের এক ফোঁটা অশ্রু যদি

এ চোখের এক ফোঁটা অশ্রু যদি

Singer মাহফুজ মামুন
Tune মাহফুজ মামুন
Song Writer বিলাল হোসাইন নূরী

এ চোখের এক ফোঁটা অশ্রু যদি
তোমারই কাছে হয় প্রিয়
শত ফোঁটা অশ্রু দিলাম মালিক
আজ শুধু ক্ষমা করে দিও ॥

শিউলীর মতো জানি রাতের শেষে
সিজদা করিনি হায় আরশ দেশে।
আমলনামায় দোলে পাপের ছায়া
তবু আজ কাছে টেনে নিও ॥

বৃক্ষের চেয়ে আমি অনেক নিচু
ছুটছি কেবল দ্রোহ, মোহের পিছু
আকাশ-নদী ভালো আমার চেয়ে
তবু আজ কাছে টেনে নিও ॥

কোথা আছে কল্যাণ কিংবা ক্ষতি
আঁধার কেমন কিবা কেমন জ্যোতি।
বুঝার সুযোগ আমি চাইনি প্রভু
তবু আজ কাছে টেনে নিও ॥

Visit

Leave a Comment