এসো না আল্লার নামে গান গাই লিরিক্স । Eshona Allah’r Namme Gaan Gai Lyrics

এসো না আল্লার নামে গান গাই

এসো না আল্লার নামে গান গাই

Singer সাইফুল্লাহ মানছুর
Tune তাফাজ্জল হোসাইন খান
Song Writer তাফাজ্জল হোসাইন খান

এসো না আল্লার নামে গান গাই
এসো না মন ও প্রাণ জুড়াই
আল্লাহু আকবার বলো ॥

ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে
ও মধুর নামে সুখ নেমে আসে
ও নামের তুলনা হবে না হবে না
তুলনা নাই নাই নাই ॥

যে নামে ইবরাহিমের আগুন হলো পানি
ডাকার মতো ডাকলে আজও
সাড়া দিবেন তিনি
রে মন সাড়া দিবেন তিনি।

ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা
গলেতে পড়ো ও নামের মালা
ও নামের তুলনা মেলে না মেলে না
তুলনা নাই নাই নাই ॥

[Similar]

Leave a Comment