এসো কোরানের আলো মেখে লিরিক্স – Esho Quraner Alo mekhe Lyrics

 

এসো কোরানের আলো মেখে

এসো কোরানের আলো মেখে

Singer সাইমুম শিল্পীগোষ্ঠী
Tune তোফাজ্জল হোসাইন খান
Song Writer তোফাজ্জল হোসাইন খান

এসো কোরানের আলো মেখে আলোকিত হই
আঁধারের শতপথ মাড়িয়ে
পথহারা এ দেশের লাখো তরুণের
আলোয় ফেরাবো হাত বাড়িয়ে।

আমাদের এই পথ রাসূলের পথ
সুন্দর শান্তির ঠিকানা
যুগে যুগে সত্যের সেনানী
এই পথে করে গেছে সাধনা
ছলনার মায়াজাল মিথ্যার বেড়াজাল
আঁকাবাকা শত পথ তাড়িয়ে।

দিকে দিকে আজো চলে দ্বন্দ্ব লড়াই
হক আর বাতিলের সীমানায়
দ্বীনের পথে যারা শাহাদাত পায়
চলে যায় মাবুদের ঠিকানায়।

শহীদের খুনে রাঙা এ জমিন আমার
আমার প্রিয় স্বাধীকার
তিতুমীর ঈসাখাঁর এই অঙিনায়
মানবোনা তাবেদার হানাদার
মজলুম জনতার দিতে হবে অধিকার
আনবো বিজয় হাসি ছড়িয়ে।

Leave a Comment