এক নদী রক্ত পেরিয়ে লিরিক্স । Ek Nodi Rokto Periye Lyrics

এক নদী রক্ত পেরিয়ে

Singer শাহনাজ রহমতুল্লাহ
Tune খান আতাউর রহমান
Song Writer খান আতাউর রহমান

এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে
রক্তিম সূর্য আনলে যারা
তোমাদের এই ঋত কোনোদিন শোধ হবে না
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
সাত কোটি মানুষের
জীবনের সন্ধান আনলে যারা
সে দানের মহিমা কোনোদিন ম্লান হবে না ॥

হয়তো বা ইতিহাসে
তোমাদের নাম লেখা রবে না
বড় বড় লোকেদের ভিড়ে,
জ্ঞানী আর গুণীদের আসরে
তোমাদের কথা কেউ কবে না
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋত
কোনোদিন শোধ হবে না ॥

থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে
জীবনের দ্বীনতা হীনতা নিয়ে ॥

তোমাদের কথা রবে
সাধারণ মানুষের ভিড়ে
মাঠে মাঠে কিষাণের মুখে,
ঘরে ঘরে কিষাণীর বুকে
স্মৃতি বেদনার আঁখি নীড়ে
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋত
কোনোদিন শোধ হবে না ॥

Leave a Comment