একবার যেতে দে না লিরিক্স । Ekbar Jete Dena Lyrics

একবার যেতে দে না

একবার যেতে দে না

Singer শাহনাজ রহমতুল্লাহ
Tune আনোয়ার পারভেজ
Song Writer গাজি মাজহারুল আনোয়ার

একবার যেতে দে না
আমার ছোট্ট সোনার গাঁয়
যেথায় কোকিল ডাকে কুহু
দোয়েল ডাকে মুহু মুহু
নদী যেথা ছুটে চলে আপন ঠিকানায় ॥

পিদিম জ¦লা সাঁঝের বেলা
শান বাঁধানো ঘাটে
গল্প কথার পানসী ভিড়ে
রূপ কাহিনির বাটে
মধুর মধুর মায়ের কথায়
প্রাণ জুড়িয়ে যায় ॥

ফসল ভরা স্বপ্ন ঘেরা
পথ হারানো ক্ষেতে
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায় ॥

Visit

Leave a Comment