একদিন মাটির ভেতরে হবে ঘর লিরিক্স | Ekdin matir bhitore hobe ghor Lyrics

একদিন মাটির ভেতরে হবে ঘর

একদিন মাটির ভেতরে হবে ঘর

Singer লতিফ সরকার
Song Writer Unknown

একদিন মাটির ভেতরে হবে ঘর
রে মন আমার
কেন বান্ধো দালান ঘর ॥

প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরও ছেড়ে
ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে
বন্ধুবান্ধব যত,
মাতা-পিতা দারা সুতো;
সকলই হবে তোমার পর ॥

দেহ তোমার চর্মচর গলে পঁচে যাবে

শিরা-উপ শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে
মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড

পড়ে রবে মাটির ওপর ॥

রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ
সোনাদানা কত কী আর রাজকী পোশাক
যেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবে
গায়ে দেবে মার্কিন থান ॥

[Similar]

Leave a Comment