একটি মানুষ আজও আমার
কথা ও সুর : মাসুদ রানা
একটি মানুষ আজও আমার
আছে হৃদয় মাঝে
তার কথারই মধুর ধ্বনি
আমার কানে বাজে
আজও কেন তারে আমি ভুলতে পারি না
যার বিহনে আজও কাঁদি
সেই তো আমার মা ॥
একটি বারও ডাকলে তোমায়
হৃদয় যেত ভরে
হারাতে চাইনি তবু কেন তুমি
চলে গেলে মাগো দূরে
গভীর রাতে যার কথা ভেবে
চোখে ঘুম আসে না ॥
আদর করে আঁচল দিয়ে
দিত যে মুখ মুছে
সারা দিনের দুঃখ কষ্ট
ক্লান্তি যেত ঘুচে
দ্বীনের পথে চলার যে জন
দিত প্রেরণা ॥