একটি বাংলাদেশ
Singer | সাবিনা ইয়াসমিন |
Tune | অজিত রায় |
Song Writer | নজরুল ইসলাম বাবু |
একটি বাংলাদেশ
তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়
তুমি আমার অহংকার ॥
তোমার স্বাধীনতা গৌরবে সৌরভে
এনেছে আমার প্রাণের সূর্যে
রৌদ্রের সজীবতা
দিয়েছি সোনালি সুখী জীবনের
দীপ্ত অঙ্গীকার ॥
তোমার ছায়া ঢাকা রৌদ্দুরে প্রান্তরে
দেখেছি অতল অমর বর্ণে মুক্তির স্নেহমাখা
জেনেছি তুমি জীবন মরণে
বিমুগ্ধ চেতনার ॥