একটা চাঁদ ছাড়া রাত লিরিক্স -Ekta chad chara rat Lyrics

 

একটা চাঁদ ছাড়া রাত

একটা চাঁদ ছাড়া রাত

Singer কুমার বিশ্বজিৎ
Tune কুমার বিশ্বজিৎ
Song Writer কবির বকুল

একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো
মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো
মা গো মা, মা গো মা
তুমি চোখের এত কাছে থেকেও
দূরে কেন বলো না
মা গো মা, মা গো মা ॥

একটু স্নেহ, একটু আদর
একটু তোমার মায়া
পাইনি মাগো অনেক বছর
তোমার আঁচল ছায়া
মা গো মা, মা গো মা
তোমার কাছে আসার সকল বাধা
এবার তোল না
মা গো মা, মা গো মা ॥

খাঁচার পাখি খাঁচায় বসে
দূরের আকাশ দেখে
কেমন করে ঘুমাও মা গো
আমায় একা রেখে
মা গো মা, মা গো মা
তোমার চরণ ধুলা নেবার আশা
পূর্ণ হলো না ॥

[similar]

Leave a Comment