এই সেই ঘর এই সেই খাট লিরিক্স- Ei Sei Ghor Ei Sei Khat Lyrics

 

এই সেই ঘর এই সেই খাট

এই সেই ঘর

Singer শাহাবুদ্দীন
Tune মিল্টন খন্দকার
Song Writer মিল্টন খন্দকার

এই সেই ঘর এই সেই খাট
বিছানার পাশে আছে পানের বাটা
চশমাটা পড়ে আছে পাশেই
শুধু মা নেই ॥

দরজাটা খুলতেই খেয়ে যাই ধোঁকা
মা বুঝি বলছে এলি নাকি খোকা
বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে
চোখ বেয়ে জল নেমে আসেই ॥

জানি ফিরে পাবো না হারানো তিথি
মা শুধু আজ তাই ফ্রেমে বাঁধা স্মৃতি
মায়ের ছবি ওই ফ্রেমে বাঁধানো
আমার দিকে চেয়ে আছেই ॥

[Similar]

Leave a Comment